দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত আছে। ২৫ জুলাই পর্যন্ত বন্যার পানি বাড়বে, কমবে এরপরের দিন থেকে। এখন পর্যন্ত দেশের ২৫টি জেলা বন্যা কবলিত। পর্যন্ত বন্যায় মারা গেছেন ২৫ জন।
মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি। দুপুরে বন্যাপ্রবণ জেলায় উদ্ধারকাজ পরিচালনায় মাল্টিপারপাস রেসকিউ বোট তৈরিতে নৌ বাহিনীর সাথে চুক্তি করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ৬০টি বোট নির্মাণে ২৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে তৈরি করা হবে ২০টি বোট। প্রতিটির নির্মাণ ব্যয় ৪৫ লাখ টাকা। আগামী বন্যা মৌসুমের আগেই এই ২০টি উদ্ধারকারী বোট পাওয়া যাবে।
মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ৩ কোটি ২১ লাখ টাকা নগদ ও ৯ হাজার মেট্রিক টন চাল দেয়া হয়েছে। দেশের ২৫ জেলায় বন্যার পানি প্রবেশ করেছে। দুর্গতদের মাঝে শুরু হয়েছে ত্রাণ তৎপরতা।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৭২টি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে। অন্যদিকে কমেছে মাত্র ২৫টি পয়েন্টে। ২৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল ২১টি পয়েন্টে।
মঙ্গলবার (২১ জুলাই) বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ মুহূর্তে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৬টি। শীতলক্ষ্য নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকা জেলার নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে। ঢাকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।এছাড়াও ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ও গাইবান্দা, বগুড়া জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নাটোর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর রাজবাড়ি, শরিয়তপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যার পরিস্থিতি অবনতি থাকবে।
Leave a Reply