নিউজ টিভি ঃ
সাদা পোশাকের ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক নিঃসন্দেহে সৌভাগ্য এবং গৌরবের। এ মাইলফলক ছুঁতে উন্মুখ হয়ে থাকেন বোলাররা। কিন্তু ক’জনইবা পারেন এ রেকর্ডের অংশীদার হতে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে খুব অল্প ক’জন বোলার নাম লেখাতে পেরেছেন এ তালিকায়। ব্রডের আগে মাত্র ৬ জন বোলার এ অনন্য রেকর্ড ছুঁতে পেরেছেন। এবার সপ্তম বোলার হিসেবে রেকর্ডের খাতায় নাম লেখালেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। এক কথায় লাকি সেভেন ব্রড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের চতুর্থ দিনে এ অপেক্ষাতেই ছিলেন এ ইংলিশ বোলার। কিন্তু তার অপেক্ষা বাড়িয়ে দেয় বেরসিক বৃষ্টি। ৪৯৯ উইকেট নিয়ে অপেক্ষায় থাকা ব্রডের নামের পাশে শেষ পর্যন্ত যুক্ত হলো অনন্য রেকর্ড। যুক্ত হলেন অনন্য এক মাইলফলকে।
ব্রডের ইতিহাস গড়া উইকেট হলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ক্যারিবিয় এই ব্যাটসম্যানসকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে রেকর্ড গড়েন ব্রড।
শুধু কি ৫০০ উইকেট? সবচেয়ে দ্রুততম সময়ে ৫শ’ উইকেট নেয়ার দিক থেকেও ব্রড সপ্তম স্থানে। যার জন্য খেলতে হয়েছে মাত্র ১৪০টি টেস্ট। বিগত এক দশকে দ্বিতীয়বারের মতো এই রেকর্ড হলো। যা এই দশকে প্রথম। এর আগে তারই আরেক সহযোদ্ধা জেমস অ্যান্ডারসন এই রেকর্ড গড়েছিলেন। ২০১৭ সালে অ্যান্ডারসন এই মাইলফলক ছুঁয়েছিলেন।
টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এই তালিকার শীর্ষে আছেন লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তার ঝুলিতে উইকেট সংখ্যা ৮০০টি। এরপরই অবস্থান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার শিকার ৭০৮ উইকেট। ভারতীয় স্পিনার অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে আছেন তালিকার তৃতীয় স্থানে।
চতুর্থ স্থানে তারই স্বদেশী জেমস অ্যান্ডারসন। যার উইকেট সংখ্যা ৫৮৯টি। এই তালিকায় অজি পেসার গ্লেন ম্যাকগ্রা আছেন পঞ্চম অবস্থানে। যার নামের পাশে উইকেট ৫৬৩টি। ৫১৯ উইকেট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন ক্যারিবিয়ান বোলার কোর্টনি ওয়ালশ।
ব্রডের ৫শ’ উইকেট নেয়ার ম্যাচে অবশ্য জয়ের সুবাতাস পাচ্ছে ইংলিশরা। জয় পেলেই যে ষোলোআনা পূর্ণতা পাবে ব্রডের এই অর্জন।
Leave a Reply