প্রতিদিন প্রতিবেদক:: বাবা মারা যাওয়ার দেড় মাসের মাথায় জন্ম হয় ছেলের। তাই বাবার নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখলেন আরশান আহমদ কামরান। জন্মের পর পরই বাসায় যাওয়ার আগেই বাবার কবরের পাশে ছেলেকে নিয়ে যান কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু।
আজ বুধবার সকালে হাসপাতাল থেকে কবরের পাশে, পরে ছেলেকে নিয়ে বাসায় ফিরেন শিপলু।
এর পগে গত রোববার নগরীর একটি বেসরকারী হাসপাতালে এক পুত্র সন্তানের জন্মদেন শিপলুর স্ত্রী ফারহানা আরমান। বাবার স্মৃতিকে ধরে রাখতে ছেলের নাম রাখা হয় আরশান আহমদ কামরান।
Leave a Reply