পি টিভি নিউজ ডেস্ক : সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে লন্ডন থেকে বিমানের সরাসরি ফ্লাইট এসে নেমেছে।
সোমবার (১০ জুলাই) সকাল ১০ টায় বিমানের এই ফ্লাইটি সিলেটের মাটি স্পর্শ করে। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার দৈনিকসিলেটকে জানান, লন্ডন থেকে সরাসরি সিলেটে আসা ফ্লাইটটিতে ১১৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সিলেটের ৬৫ এবং ঢাকার ৫১ জন যাত্রী ছিলেন। বিমানটি ওসমানী বিমানবন্দরে এক ঘন্টা অবস্থানের পর ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে যায়।
করোনা ভাইরাসের কারনে এবং সিলেটে কোয়ারেন্টাইন সেন্টার না থাকায় লন্ডন-সিলেট ফ্লাইট হঠাৎ লন্ডন-ঢাকা করা হলে সিলেট অঞ্চলের যুক্তরাজ্য প্রবাসীসহ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন।
বিষয়টি তাৎক্ষনিকভাবে নজরে নিয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের ব্যবস্থা করেন এবং তিন মন্ত্রণালয়ের যৌথ সভা আহবান করে বিষয়টি সমাধান এবং পুনরায় লন্ডন-সিলেট ফ্লাইট চালুর ব্যবস্থা করেন।
এদিকে ফ্লাইট আসার পূর্বে সকাল ৯টায় সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহন করেন, লেঃ কর্নেল কামাল পাশা পি.এ.সি, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদআব্দুল জব্বার জলিল ট্রাষ্টের চেয়ারম্যান ও আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের সিলেট অঞ্চলের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, এবং সিলেট সিভিল সার্জনের প্রতিনিধি।
সভায় সিদ্ধান্ত হয় যে সকল যাত্রীদের করোনা নেগেটিভ সনদ রয়েছে তারা হোম কোয়ারেন্টাইন অর্থাৎ বাসা-বাড়িতে চলে যাবেন। যাদের এ সনদ নেই তাদেরকে নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে। অন্য দিকে কারও শরীরে করোনার লক্ষণ প্রকাশ পেলে এবং টেস্টের রিপোর্ট পজিটিভ হলে, তাকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এদিকে লন্ডন থেকে আসা বেশ কয়েকজন যাত্রীর সাথে এই প্রতিবেদকের কথা হয়। তারা বলেন সরাসরি লন্ডন থেকে সিলেট আসতে পেরে তারা খুবই আনন্দিত। লন্ডন প্রবাসী জগন্নাথপুরের মি. আহমেদ জানান, করোনার কারণে সরাসরি এই ফ্লাইটটি সিলেট আসা বন্ধ হয়ে যাওয়ায় আমারা খুবই অস্বস্থিতে ছিলাম, পররাষ্ট্রমন্ত্রী মোমেন স্যারের প্রচেষ্টায় ফ্লাইটি আবার সিলেটে আসছে এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং স্বস্থির বিষয়। তিনি বলেন, আমি সকল প্রবাসীর পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।
Leave a Reply