করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে থেকে থেকেই সরাসরি নিয়মিত বুলেটিনের মাধ্যমে এ সংক্রান্ত বিস্তারিত যেসব তথ্য তুলে ধরছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা, সেটি আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
তবে এখন যে প্রেস রিলিজ দেয়া হয়, সেটা যথারীতি সবাইকে পাঠানো হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি ব্রিফিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাসের পরিস্থিতি এখন অনেকটা ভালো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে । এ কারনে একজন ব্যক্তি দিয়ে বুলেটিন না করে প্রেস রিলিজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply