পি টিভি নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চট্টগ্রামের মাদারবাড়িতে প্রকাশ্যে এক তরুণীকে ধর্ষণের হুমকি সম্বলিত একটি ছবি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিবস্ত্র হয়ে এক কিশোর দাঁড়িয়ে থাকা এক তরুণীর দিকে এগিয়ে যাচ্ছে।
তবে পরিবারের দাবি, ওই তরুণীর দিকে কিশোরটি এগিয়ে আসেনি। মূলত দু’পক্ষের ঝগড়ার মাঝে ওই তরুণী দাঁড়িয়ে ছিল। ঘটনার প্রকৃত রহস্য অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিবস্ত্র হয়ে এক কিশোর দাঁড়িয়ে থাকা এক তরুণীর দিকে তেড়ে যাচ্ছে। পরবর্তীতে আরো কয়েকজন নারী সেই কিশোরকে টেনে নিয়ে আসে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে- বাবলু নামে ওই কিশোর তরুণীকে ধর্ষণের হুমকি দিচ্ছে।
তবে ঘটনা অনুসন্ধানে ঘটনাস্থল নগরীর পশ্চিম মাদারবাড়ি টং ফকির মাজার এলাকায় গিয়ে পাওয়া গেলো ভিন্ন ভিন্ন বক্তব্য।
স্থানীয় একটি অংশের দাবি, বিবস্ত্র কিশোরের নাম বাবলু। বিরোধের জের ধরে সে বিবস্ত্র হয়ে ওই তরুণীকে হয়রানি করছে। আরেকটি অংশ সে অভিযোগ অস্বীকার করছে।
অভিযুক্ত বাবলুর পরিবারের দাবি, গত ৪ বছর ধরে পার্শ্ববর্তী আবদুর রাজ্জাকের সাথে তাদের বিরোধ চলে আসছিল। ১৯ আগষ্ট দুপুরে দু’পক্ষের মধ্যে আবারো ঝগড়া হয়।
অভিযুক্ত বাবলুর বাবা বলেন, ‘মেয়েটি ঝগড়ার সময় ওখানে দাঁড়িয়ে ছিল। তার সাথে আমার ছেলের কোনো বিরোধ নেই। মেয়েটি আমার ছেলের থেকে বড়।’
ঝগড়ার এক পর্যায়ে আবদুর রাজ্জাক বাবলুর পরিবারকে অশ্লীল অঙ্গ-ভঙ্গি দেখায়। বাবলু ক্ষিপ্ত হয়ে পাল্টা প্যান্ট খুলে জবাব দিয়েছে। আর ছবিতে দেখা যাওয়া তরুণী ছিল তাদের প্রতিবেশী।
রাজ্জাকের পরিবার হয়রানির জন্য বাবলুকে অভিযুক্ত করলেও ওই তরুণীর পরিবারের দাবি বাবলু’র পরিবারের সাথে তাদের কোনো বিরোধ নেই। ঝগড়ার মাঝে দাঁড়ানোর ছবি দেখে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ বলছে, তারা ঘটনার অনুসন্ধান শুরু করেছে।
সিএমপি উপ কমিশনার এস এম মেহেদী হাসান জানায়, বাবলুদের প্রতিপক্ষ আবদুর রাজ্জাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সদরঘাট থানায় চারটি মামলা রয়েছে
Leave a Reply