মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার মডেল থানা এলাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক। মঙ্গলবার (২৫ আগস্ট) ২০২০ খ্রিঃ রাত ৯টায় সদর মডেল থানার আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন , সভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন মৌলভীবাজার জেলাকে ইভটিজিং মুক্ত রাখতে জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে, শহরের যে যে পয়েন্টে ইভটিজিং এর মাত্রা বেশি সেই সকল জায়গায় অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও মাদক নির্মূলে জিরোটলারেন্স ভূমিকায় কাজ করছে জেলা পুলিশ বলে দাবি করেন তিনি। কোন ভাবেই মাদক বিক্রেতাদের ছাড় দেয়া হবেনা। আর মাদকসেবীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া হবে বলে জানান নবাগত ওসি। তিনি আরোও বলেন পুলিশ ও সাংবাদিকের পেশাগত দায়িত্বে সমন্বয় থাকলে সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হবে, সাধারন মানুষ যেন হয়রানির স্বীকার না হয় এবং মডেল থানাকে শতভাগ দালালমুক্ত রাখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক,
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃজাফর ইকবাল, সাধারন সম্পাদক মশাহিদ আহমদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খানসহ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিক বৃন্দ
Leave a Reply