প্রতিনিধি ডেস্ক : সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে যাচ্ছে, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাদিত হয়েছে যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়াত পাশাপাশি বিনামূল্যে বই বিতরনে ও শিক্ষার্থীদের স্থান সংকোলনের অভাব দূর করা, শিক্ষক সল্পতা দূরীকরনে শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে, এই দ্বারা অব্যাহত তাকলে দেশে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হাত থেকে হ্রাস পাবে।
আজ রবিবার (৬ই সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যায়ে বিদ্যমান একতলা ভবনের আনুভূমিক ও উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল হামিদ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুর রহিম,
স্কুল ম্যানিজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, শিক্ষিকা আরিফা জাহান, সেলিনা বেগম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মেম্বার প্রমুখ। ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে নির্মাণ হচ্ছে।
Leave a Reply