নিজেস্ব প্রতিনিধি ঃসিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃতৌফিক বকস্ লিপন বিজয় নিউজ টিভির উপদেষ্টা সম্পাদক হলেন ।এসময় তিনি বলেন
সাংবাদিকতা! একটা দারুণ-অসাধারণ পেশা। হাতে অস্ত্র না তুলেও যে যুদ্ধ করা যায় তা সাংবাদিকরা দেখাতে পারে। সাংবাদিকতা একটা মহৎ পেশা। যদি কোনো সাংবাদিক তার নিজ দায়িত্বের পথে অটল থেকে কাজ করে যায় তাহলে এর চেয়ে আর ভালো কাজ আর কিছু হতে পারে না। সরাসরি যুদ্ধে না নেমেও যুদ্ধে অংশ নিতে পারে একজন সাংবাদিক। একজন সাংবাদিক ন্যায়ের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার দীপ্ত প্রতিশ্রুতি।
সাংবাদিক মানেই এগিয়ে যাওয়া, পিছু হটা নয়। এগিয়ে যেতে গিয়ে যুগে যুগে বহু সাংবাদিকদের ক্ষতিসাধন হয়েছে। জীবন দিতে হয়ে বহু সাংবাদিকদের। ভয়ভীতি, হুমকি, মামলা বহু বাধা আসে কিন্তু সাংবাদিকরা এগিয়ে যায় তাদের আপন ছন্দে, নৈতিক দায়িত্ব আর মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে।
সর্বোপরি মহান পেশার মহত্ব ধারণ করার জন্য সকল সাংবাদিকদের অঙ্গীকারবদ্ধ হতে হবে
সত্য সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন www. bijoynewstv.com
Email:bijoynewstv2020@gmail.com
Leave a Reply