পি টিভি নিউজ ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় শনিবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে পৌরসভা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন ছাড়াও এক ছাত্রলীগকর্মীর নিহতের খবর পাওয়া গেছে। চাঁদপুর পৌরসভা নির্বাচনে দুপ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসনে ভোটার উপস্থিতি কম, একটি কেন্দ্রের ভোট বন্ধ। জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে অনিয়ম ও হুমকির অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন। এ ছাড়া জামালপুর এবং নরসিংদীতে ইউপি উপনির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো খবরÑ চাঁদপুর : পৌরসভা নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রের বাইরে ছাত্রলীগের দুপ্রুপের সংঘর্ষে ইয়াছিন মোল্লা (১৮) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টায় শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই যুবকের লাশ পুলিশি হেফাজতে রয়েছে। নিহত ইয়াছিন চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের হারুন মোল্লার ছেলে। চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ব্যাপক অনিয়ম, হামলা, মারধর এবং জোরপূর্বক কেন্দ্র দখলের অভিযোগ এনে চাঁদপুর পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল। শনিবার বেলা ১১টায় বিএনপিপ্রার্থী ও বেলা ২টায় ইসলামী আন্দোলন-এর প্রার্থী নির্বাচন বর্জন করেন। তবে বেলা আড়াইটায় সাংবাদিক সম্মেলন করে ধানের শীষের প্রার্থী ও বেলা ৩টায় হাতপাখার প্রার্থী নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ক্ষমতাসীন দলের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। চরভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখার ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ৫০০। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, রাতে ভোট কেটে বাক্সে ভরে রাখার ঘটনাটি প্রমাণিত হওয়ায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনে দুটি অস্থায়ী কেন্দ্রসহ মোট কেন্দ্র আছে ২৪টি। মোট ভোটার সংখ্যা ৫৬ হাজার ৯৪৩।
জামালপুর : ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউপি উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সুরুজ্জামান নৌকা প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল মোটরসাইকেল প্রতীকে, বিএনপি সমর্থিত প্রার্থী মো. মনির আহমেদ ধানের শীষ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মাহাবুব রহমান টেলিফোন প্রতীকে এবং শাহজামাল বদি আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে এসআই ও ১৫ জন পুলিশ সদস্য, ১৭ জন আনসার সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম এবং একটি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল।
জয়পুরহাট : কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীদের হুমকি-ধমকিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী অনিছুর রহমান তালুকদার। শনিবার দুপুরে তিনি এ ঘোষনা দেন। অভিযোগে বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলনে জানান, বিএনপি নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা আশা করছিলেন, ইভিএম পদ্ধতির এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে। সে আশায় ভোটাররা ভোটকেন্দ্রেও এসেছিলেন। কিন্তু কম্পিউটারে ভোটারদের আঙুলের ছাপ নেওয়ার পর তাদের কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরাই ভোট দিয়ে যাচ্ছেন। এ ছাড়া ভোটকেন্দ্রে তাদের এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন।
নরসিংদী : সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপনির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কিবরিয়া, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিনুর রহমান ও ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ইবনে আদেল প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করিমপুর ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৭৫০ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৩০৫ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৪৪৫ জন। মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ ৪৯টি।
Leave a Reply