পি নিউজ টিভি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বর্তমানে দেশে রাজনৈতিক সংকট চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের এই কঠিন মূহুর্তে সাদেক হোসেন খোকার মতো রাজনীতিবিদের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।
৪ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে খোকার রাজনৈতিক সহকর্মীরাও তার জীবনের নানা স্মৃতি তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, দেশে সংকট চলছে। এই যে রাজনৈতিক সংকট, এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহসের, খুব বেশি প্রয়োজন ধৈর্যের খুব বেশি প্রয়োজন দেশপ্রেমের।
সাদেক হোসেন খোকার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, এত জনপ্রিয় একজন মানুষ, এত দেশপ্রেমিক একজন মানুষ, এত সহনশীল একজন মানুষ আমি আমার জীবনে কম দেখেছি।
সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি সাহসী বীর ও রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিলেন, গেরিলা ছিলেন। মাটি থেকে উঠে আসা মানুষ ছিলেন। সাদেক হোসেন খোকা মানুষের কল্যাণে কাজ করেছেন এবং জনগণের নেতা ছিলেন বলে উল্লেখ করেন ফখরুল।
পরে সাদেক হোসেন খোকার কর্মময় জীবনভিত্তিক প্রামাণ্য ও আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এদিকে খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি নেতকর্মীরা
Leave a Reply