পি টিভি নিউজ:
শেখ হাসিনা আছেন বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমাদের সম্মান নিয়ে বেঁচে আছি। শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগও নেই, আমাদের অস্তিত্বও থাকবে না। বিভিন্ন সভা সমাবেশে, মিটিং মিছিলে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগেরই বিরুদ্ধে কথা বলেন। বিএনপির বিরুদ্ধে কোন কথা বলেন না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে কাজ করি। আমরা শেখ হাসিনার আদর্শে কাজ করি। আমরা, আপনারা কেউই বেতনভুক্ত না। আমরা, আপনারা আদর্শের জন্য কাজ করি। আজ শনিবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ।
নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা কৃষক লীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখছেদ আলী, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, যুগ্ন সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক প্রমুখ
Leave a Reply