পি টিভি নিউজ
কলকাতাঃ মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়ে জোর জল্পনা। মন্ত্রিত্ব ছাড়লেও তিনি তৃণমূলেই থাকবেন নাকি বিজেপির দিকে পা বাড়াবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।
এই অবস্থায় শুভেন্দু একের পর এক পদ ছাড়তেই কালীঘাটে তাঁর নিজস্ব বাসভবনে জরুরি বৈঠকে বসেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বৈঠক চলাকালীনই ভাই শুভেন্দুর অভিমান ভাঙানোর চেষ্টা করেন দিদি মমতা।
জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। কি কারণে মন্ত্রিত্ব ত্যাগ তা জানার জানার চেষ্টা করেন। একই সঙ্গে তাঁর ক্ষোভের কারণও জানার চেষ্টা করেন তৃণমূল নেত্রী। দুজনের মধ্যে প্রায় কিছুক্ষণ কথা হয় বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পরেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। ছিলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম।
এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় সহ আরও কিছু মন্ত্রীকে জরুরি ওই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা যাচ্ছে, জরুরি এই বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে শুভেন্দু অধিকারী নিয়েই আলোচনা হয়। মূলত কি কারণে শুভেন্দুর ক্ষোভ তা জানার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুটি গুরুত্বপূর্ণ পদ সামলাতেন শুভেন্দু অধিকারী। সেচ এবং পরিবহন দফতরের মতো গুরুত্বপূর্ণ পদগুলি ছিল শুভেন্দুর হাতেই। তাঁর ইস্তফা দেওয়ার পরেই ওই দুই দফতরের মন্ত্রী কে হবে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার সকালেই সরকারি নিরাপত্তা ছাড়েন শুভেন্দু। প্রায় জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু। কিন্তু সকালে নিজের পাইলট কার ও এসকর্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিবহণমন্ত্রী। আপাতত সরকারি কোনও নিরাপত্তা তিনি নেবেন না বলেই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
আর সেই নিরাপত্তা ছাড়ার প্রক্রিয়া শেষ হতেই মন্ত্রী পদ থেকে ইস্তফা শুভেন্দুর। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তাঁর মন্ত্রীত্ব পদ ছাড়ার কথা জানিয়েছেন শুভেন্দু। চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। তিনি লিখেছেন, ‘রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’।
জানা যাচ্ছে, মন্ত্রিত্ব পদ ছাড়লেও এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফার পত্র ইতিমধ্যে রাজ্যপাল গ্রহণ করেছেন বলে খবর
Leave a Reply