বিনোদন ডেস্ক
টলিগঞ্জের ‘হ্যান্ডসাম বয়’খ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সাতপাকে বাঁধা পড়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
কলকাতার সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে এ জুটির বিয়ের আয়োজন করা হয়েছিল। রেজিস্ট্রি ও সিঁদুরদানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে লাল রঙের পোশাক পরেন অনির্বাণ ও মধুরিমা। অনির্বাণ পরেন পাঞ্জাবি ও ধুতি আর মধুরিমা লাল শাড়িতে সাদামাটাভাবেই সেজেছিলেন।
১২ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে নতুন জীবন শুরু করলেন এই অভিনেতা।
নাটকের সূত্র ধরে মধুরিমার সঙ্গে পরিচয় হওয়ার পর একসঙ্গে তারা বেশ কিছু কাজও করেছেন। তবে লাইট ক্যামেরার সামনে থাকা কেউ নন মধুরিমা। তিনি পুরোপুরি থিয়েটারের মানুষ। দুজন দুই মেরুর হলেও এবার তারা এক ছাদের বাসিন্দা হলেন।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মূখাভিনয় নিয়ে পড়ালেখা করা মধুরিমা পদ্মশ্রীখ্যাত মূখাভিনয় শিল্পী নিরঞ্জন গোম্বামীর মেয়ে।
Leave a Reply