জ্যেষ্ঠ প্রতিবেদক ||
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে যুবলীগ। একই সঙ্গে ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় মামুনুল হককে গ্রেপ্তার করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (৬ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি জানানো হয়।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে দেশব্যাপী যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অংশ হিসেবে ঢাকায় এ কর্মসূচি পালন করা হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
তিনি বলেন, ‘ধর্মান্ধ-মৌলবাদী-প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, যারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। অবিলম্বে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী ও হুকুমদাতাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আর কোনো ধর্মান্ধ-প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এমন ন্যক্কারজনক কাজ করার ধৃষ্টতা না দেখাতে পারে। সেজন্য অবিলম্বে মামুনুল হককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
এদিকে, বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কেন্দ্রীয় যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, মো. রফিকুল ইসলাম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-তথ্য ও যোগাযোগ সম্পাদক এন আই আহমেদ সৈকত, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতাকর্মীরা।
Leave a Reply