স্টাফ করেসপন্ডেন্ট
খুলনার রূপসায় আঠারোবেকী নদীর পাড়ের পাউবো’র রোপনকৃত গাছ কেটে মাটি ব্যবহারের অপরাধে তিনটি ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইট ভাটায় বিভিন্ন এ অভিযান পরিচালনা করা হয়। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ইটভাটা মালিকদের বিরুদ্ধে সরকারী বৃক্ষ কর্তন, সরকারী নদীর মাটি খনন, সরকারী রাস্তা দখল, ভূমি দখল সহ নানা অভিযোগের ভিত্তিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সূত্র মতে, ভাটা মালিকেরা ইট তৈরী করার জন্য নদীর পাড় কেটে বড় বড় পুকুর খনন করেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মুজিব শতবর্ষ পালন উপলক্ষে নদীর দু-পাড়ে রোপনকৃত বৃক্ষ কেটে উক্ত জায়গায় ইট শুকানোর পট তৈরী করেছে। ইট ভাটা মালিকেরা বহমান নদীর দুপাড়ে ভাটার বজ্য, অর্ধপাকা/আধলা ফেলে নদী ভরাট করে ভাটার জায়গা বৃদ্ধি করেছে। ছোট ছোট ইটের সোলিং দ্বারা নির্মিত সরকারী রাস্তা দখল করে ইট শুকানোর পট তৈরী করেছে। এছাড়া অবৈধ ট্রলী গাড়ীতে ইট বহন করে উপজেলার সর্বস্তরের রাস্তার ক্ষতি সাধন অব্যহত রেখেছে। এ কারনে জনসাধারণের শতাধিক অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় আলাইপুর ব্রীকস এর স্বত্তাধিকারী সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী শিকদারের কে ৫ লক্ষ টাকা, আজাদ ব্রীকস এর স্বত্তাধিকারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদারকে ৩ লক্ষ টাকা জরিমানা এবং এএসবি ব্রীকস এর স্বত্তাধিকারী সিরাজ সিকদারকে ৫০ হাজার টাকা সহ সর্ব মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন।
এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলেন, খননকৃত আঠারোবেকী নদীর পাড়ের পানি উন্নয়ন বোর্ডের রোপনকৃত গাছ কেটে মাটি ব্যবহারের অপরাধে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার (ছ) ধারা মোতাবেক তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলা সকল ইট ভাটায় এ অভিযান অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply