পি টিভি নিউজঃ
বন্দর নগরী চট্টগ্রামের স্বার্থ রক্ষায় নিবেদিত প্রাণ,সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর এ.বি.এম মহিউদ্দীন চৌধুরী’র ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সমাজসেবামূলক সংগঠন মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে চট্টলবীরের মানবিক কাজ সম্বলিত বই ‘মানবিক মহিউদ্দিন’ বইয়ের মোড়ক উন্মোচন ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২০ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নঈন উদ্দিন চৌধুরী। ফাউন্ডেশনের সমন্বয়ক মোবারক বাবু ও কার্যকরী সদস্য এস.এম.এ কায়েসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের আহব্বায়ক আলহাজ্ব মহিউদ্দীন বাচ্চূ, আওয়ামী লীগ নেতা রেজাউল বাহার। বক্তব্য রাখেন, মাকসুদ চৌধুরী, শাহিনুল আলম শাহিন, শহিদুল ইসলাম শহীদ, কাজল প্রিয় বড়ুয়া, আলী আকবর, ইউসুফ, জাহাঙ্গীর, মালু, বাবুল প্রমূখ। বক্তারা বলেন, মহিউদ্দিন চৌধুরী শুধু চট্টগ্রামে নয়, পুরো বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন রাজনীতির পাশাপাশি তার মানবিক কাজের মধ্য দিয়ে। এর আগে ফিতা কেটে ‘মানবিক মহিউদ্দিন’ বইয়ের মোড়ক ও চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি।
Leave a Reply