পি টিভি নিউজঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত সাতজনের ছয়জনই একই পরিবারের সদস্য।
রোববার (৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার গাছতলা বাজারে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহ্জালাল পরিবহনের বাস নেত্রকোনাগামী অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার সাত যাত্রী মারা যায়।
নিহতের স্বজন আলী হোসেন বলেন, ১ জানুয়ারি ফারুক হোসেনের স্ত্রী মাসুমা খাতুন ময়মনসিংহ শহরের বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন। তাদের নবজাতক ছেলে সন্তানকে নিয়ে আজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
Leave a Reply