পি টিভি নিউজঃ
সুনামগঞ্জ সদর উপজেলা ও সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানা এলাকায় র্যাব-৯ এর পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এই পৃথক অভিযান পারিচলনা করে। আটককৃতদের মধ্যে সুনামগঞ্জ হতে দুজন ও সিলেট জালালাবাদ থানা এলাকা হতে একজনকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রফু মিয়ার ছেলে আব্দুল বশির, একই উপজেলার কামারভিটা গ্রামের সুরুজ মিয়ার ছেলে মানিক মিয়া ও জালালাবাদ থানার পাঠানটোলা দর্জিপাড়া গ্রামের মৃত তজিমুল আলীর ছেলে শাহেদ আলী।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করেছে র্যাব।
Leave a Reply