পি টিভি নিউজঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কনকা টিভি ফ্রিজ ও ব্যাটারি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময দুইজন আহত হয়েছেন।
রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত কনকা ইলেক্ট্রনিক্স কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এসময় মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস ও স্থানয়ী সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় কনকা টিভি ফ্রিজ ও ব্যাটারি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে তিন তলা ভবনটির নীচ তলায় স্টোর রুমে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে।
তবে কারখানার কোন শ্রমিক কর্মচারি অগ্নিকাণ্ডের বিষয়ে জানে না। আগুনে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক্স সামগ্রী ও মালামাল পুড়ে গেছে। আগুন লাগার পর ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। শ্রমিকরা বেরিয়ে এসে নিরাপদে আশ্রয় নেন। আতঙ্কে ওপরের ফ্লোর থেকে কয়েকজন শ্রমিক নিচে লাফিয়ে পড়ে আহত হন।
কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসে। বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ শেষে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানিয়েছে এসেছে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁও ফায়ার স্টেশনের ইনচার্জ সুজন কুমার হাওয়ালাদার।
অগ্নিকান্ডের সময় ফ্যাক্টরীতে থাকা ফিচার সেকশনের এক শ্রমিক জানান, ফ্যাক্টরির ভেতরে প্রথম তলায় বসে আমরা শ্রমিকরা কাজ করছিলাম। এক পর্যায়ে ফ্যাক্টরির দোতলায় বিকট শব্দ শুনতে পাই। এক পলকেই দেখি চারদিকে আগুন লেগে গেছে। পরে আমরা কয়েকজন কারখানা থেকে তাড়াহুড়া করে বেরিয়ে যাই।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবক একাধিক কর্মী জানান, ফ্যাক্টরির মূল ফটকে কাজ চলমান থাকায় আগুন নেভানোর জন্য ফ্যাক্টরীর ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করানো যায় নিফলে আগুন নেভানো কাজে অনেকটা সময় বিলম্ব হয়েছে।
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুনের খবর পেয়ে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার, বন্দর, মেঘনা গজারিয়া ও ঢাকাসহ ফায়ার সার্ভিস থেকে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মানুষের নিরাপত্তার দিকে নজর দেয়া হয়। মালামাল গুলো যেন ঠিক থাকে সে দিকে লক্ষ্য রাখতে হয়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজন নিরসন করে চলাচল স্বাভাবিক করতে হয়েছে।
Leave a Reply