যেকোনো তথ্য জনগণকে জানানো সংবাদমাধ্যম বা গণমাধ্যমের অন্যতম লক্ষ্য হওয়া উচিত রাজু আহম্মেদ (তাইজুল) কোষাধ্যক্ষ সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি সমাজে বসবাসকারী সকল শ্রেণির মানুষের উপরই গণমাধ্যম প্রভাব সীমাহীন ও সুদূরপ্রসারী।সংবাদমাধ্যম জনসাধারণকে তথ্য দিয়ে অবহিত করে, যুক্তি ও ব্যাখ্যা দিয়ে প্রণোদিত করে এবং কাঙ্খিত উন্নয়নের অনুকূলে জনগণকে উদ্বুদ্ধ করে। সুস্থ সমাজ ও মর্যাদাবান জাতি গঠনে সাংবাদিক সম্প্রদায়ের একটি সামাজিক অঙ্গীকার থাকা বাঞ্ছনীয়। ছোট খাটো অপরাধে গ্রেফতারকৃতদের পূর্ণপরিচয় প্রকাশ করা উচিত নয়। তথ্য সংগ্রহ, রিপোর্ট লেখা ও প্রকাশের ক্ষেএে তথ্য জানা ও জানানোর অধিকার সাংবাদিকদের রয়েছে। দেশের প্রচলিত আইন ও আদালতের প্রতি সাংবাদিকদের যথোচিত সম্মান প্রদর্শন করতে হবে। দেশের প্রচলিত কোনো আইনের প্রতি কটাক্ষ করা,বিচারক বা আদালতের প্রতি বিরূপ মন্তব্য করা কিংবা আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করা আদালত অবমাননার শামিল। সংবাদপএ বা সংবাদমাধ্যমে লিখিত বা অলিখিতভাবে কিছু নিয়ম কানুন প্রচলিত থাকে। তবে কোনো কোনো সংবাদমাধ্যমের নীতি হয় চরম রক্ষণশীল, আবার কোনো কোনো মাধ্যমের নীতি হয় অনেকটাই হলদে সাংবাদিকতা নির্ভর। বস্তুনিষ্ঠ তথ্য এবং পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করা প্রত্যেক সাংবাদিকেরই নৈতিক দায়িত্ব। নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ তথ্য পরিবেশন করাও সাংবাদিকদের প্রধান গুরুদায়িত্ব। সংবাদমাধ্যমে এমন কোনো সংবাদ বা ছবি প্রকাশ বা প্রচার করা উচিত নয় বা কোনো বিশেষ পরিস্থিতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সংবাদ পরিবেশনে নিজস্ব মতামত কাঙ্খিত নয়। জানার অধিকার মানুষের জন্মগত অধিকার সে কারণে জনগণের জানার অধিকার রয়েছে এমন যেকোনো তথ্য জনগণকে জানানো সংবাদমাধ্যম বা গণমাধ্যমের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী কাউকে অপরাধী বলা যাবে না। অভিযুক্ত ব্যাক্তির বিচার হবে আদালতে সংবাদ রিপোটিংয়ে নয়। তথ্য সংগ্রহ, রিপোর্ট লেখা ও প্রকাশের ক্ষেত্রে তথ্য জানা ও জানানোর অধিকার সাংবাদিকদের রয়েছে। কাউকে কোনো বিষয়ে জোর করে কিছু বলাতে বাধ্য করার অধিকার সাংবাদিকদের নেই। বর্তমান সময়ে সাংবাদিকরা বিভিন্ন সময়ে তাদের সাংবাদিকতার পরিচয় পএটি ব্যাবহার করে ব্যাক্তিস্বার্থে। তারা নীতিনৈতিকতা মেনে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে আসেনি। তারা সমাজের অন্য সূত্রগুলোকে তুষ্ট করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে লাভবান হওয়ার জন্যই সংবাদ পরিবেশন করেছেন। নীতিনিষ্ঠতা সাংবাদিকের পেশাদারির দাবি : মানুষ ও সত্যের প্রতি তার নৈতিক দায়িত্বের দাবি। নীতি নৈতিকতা এ পেশাকে ভালোবাসার দাবি এবং তার ফসল, কেননা কাজটিকে ভালো না বাসলে ভালো সাংবাদিকতা করা যায় না। এক কথায় সাংবাদিকতা মানে মানুষকে তথ্য সেবা দেওয়া।